নিতাই করুণাময়-অবতার। দেখিয়া দীনহীন করয়ে প্রেমদান আগম নিগমের সার।। সহজে ঢলঢল সজল-নিরমল কমল জিনিয়া আঁখি-শোভা। বদন-মণ্ডল কোটি শশধর জিনিয়া জগ-মন-লোভা।। অঙ্গ সুচিকণ মদন-মোহন কণ্ঠে শোভে মণিহার। বচন-রচন শ্রবণে দূরে গেল পাতকী-মন-আন্ধিয়ার।। নবীন-করি-কর জিনিয়া ভুজ-বর তাহে শোভে হেমদণ্ড। হেরিয়া সবলোক পাসরে দুঃখ শোক খণ্ডয়ে হৃদয় পাষণ্ড।। নিতাইর করুণায় অবনী ভাসল পূরল জগমন-আশ।। ও প্রেম লবলেশ- পরশ […]
keyboard_arrow_right