চলিলা বৃষ-ভানুসুতা গহনে। ব্রজ-ভূপতি-নন্দন ভাবি মনে।। অভিসার সুখার্ণব মগ্ন মনে। মদমত্ত গজেন্দ্রবধুগমনে।। মুরলী-ধর-দর্শন-আশ-সুখে। নাহি জানত পন্থ-পয়ান দুখে।। কুলকণ্টক লাগত পদ্ম-পদে। গণয়ে নাহি যে সব প্রেম-মদে।। চলিতে চলিতে তুলিতে চরণে। মণি নূপুরনাদ করে সঘনে।। চুটুটুকি রুনু রুনু রুনু গরজে। চটকাবলি যা শুনি লাজ ভজে।। কটিতে রসনা শুনি নাদ করে। শুনি সে ধ্বনি সারস দর্প হরে।। ঘন […]
keyboard_arrow_right