দেখ দেখ ঝুলত নন্দ-কিশোর। যমুনাক তীর কদম্বক কানন বৃকভানু সুতা করি কোর।।ধ্রু।। মাস শাঙন মেঘ-গরজন ঝনন বরিখত বারি। ঝলকে দামিনি ঠমকে কামিনি শোভা উঠত উভারি।। মউর চাতক ভ্রমর গুঞ্জত হংস-কলকল জোর। কীর সারস কোকিল ডাহূক দাদুরী রব থোর।। সকল সঙ্গিনি গায়ে রঙ্গিণি বায়ে বহুবিধ তাল। বিহরে নাগর সঙ্গে নাগরি ঝুলত মন্দ রসাল।। মল্লার মালব কেদার […]
keyboard_arrow_right