কোটি-সুধাকর নিছয়ে বদন পর ভুরু-যুগ কামের কামান। নয়ন-তীখন শর বিখ সঞে মাখল করতহি মরমে সন্ধান।। সখি হে নিপ-মূলে অপরূপ শ্যাম। মেঘ-অঙ্কুর কিয়ে কাম কুন্দায়ল রহই ত্রিভঙ্গিম-ঠাম।।ধ্রু।। চারু-চিকুর বেড়ি চম্পক মালতি মধুকর মধু পিয়ে তায়। করি কত পরিপাটি চূড়া বান্ধিয়াছে আঁটি শিখিপুচ্ছ উড়ে মন্দ বায়।। করীশাবককর কত-যুগ-শোহনি অঙ্গদ বলয় তহি সাজ। আজানু-লম্বিত বনমাল বিরাজিত পরিসর উরে […]
keyboard_arrow_right