কালিন্দীর কূলে কদম্বের মূলে
কি রূপ দেখিলুঁ কালা।
রসে ঢর ঢর বেশ নটবর
গলে দোলে বন-মালা।।ধ্রু।।
চাঁচর চিকুরে চূড়ার টালনি
সাজিয়া বিবিধ ফুলে
যাহার আমোদে মাতি মধুকর
ভ্রমিয়া ভ্রমিয়া বুলে।।
হিঙ্গুলে মাখল অধর যুগল
মোহন মুরলী পূরে।
যাহার সুগীতে গুরুর আগুতে
ঘরের বাহির করে।।
ভুরুর ভঙ্গিমা অনঙ্গে দেখিয়া
লাজে ধনু নাহি ধরে।
ইষত হাসনি নয়ন পাশেতে
যারে দেখে তারে মারে।।
নব করিবর গমন মন্থর
নখ দরপণ-মণি।
থল উতপল জিনি পদতল
বল্লবীকান্ত নিছনি।।