সাঝ সময়ে গৃহে আওত ব্রজ-সুত যশোমতি আনন্দ-চীত। দীপ জ্বালি থালিপর ধরলহি আরতি করতহিঁ গাওত গীত।। ঝলকত ও মুখ-চন্দ। ব্রজ রমণীগণ চৌদিগে বেঢ়ল হেরইতে রতি-পতি পড়লহি ধন্দ।। ঘণ্টা ঝাঁঝরি তাল মৃদঙ্গ বাজাওত সখিগণ জয় জয়জকার। বরিখত কুসুম রমণিগণ হরষিত আনন্দে জগ-জন নগর বাজার।। শ্যামর অঙ্গ মনোহরি মূরতি বনি বনমাল আজানু বিরাজ। গোবিন্দদাস কহ ও রূপ হেরইতে […]
keyboard_arrow_right