সহজই শ্যাম সুকোমল সুশীতল
দিনকর কিরণে মিলায়।
সো-তনু-তাপ লব নাহি পরশিতে
মলয়জ পঙ্ক শুখায়।।
সজনী কত সমুঝায়ব নীত।
কানু কঠিন পথ কয়ল আরোহণ
গণি গণি তোহারি পীরিত।।
অনুক্ষণ নয়ানে নীর নাহি তেজই
বিরহ আনলে হিয়া জারি।
পাবক পরশে সরস দারু জনু
একদিকে নিকসয়ে বারি।।
নবীন নলিনদল কত না বিছায়ব
শুতলি অতি অবসাদে।
গোবিন্দদাস কহ চামর ঢুলাইতে
অধিক বাড়য়ে পরমাদে।।