• নমিত অলকে বেঢ়লা
    নমিত অলকে বেঢ়লা মুখকমল সোভে। রাহু ক বাহু পরসলা সসিমণ্ডল লোভে।। মদন সরে মুরছলী চির চেতন বালা। দেখিল সে ধনি হে বাসি মালাতি মালা।। কলস কুচ লোটাইলী ঘন সামরি বেনী। কনয় পবয় সূতলী জনি কারি নাগিনী।। ভনে বিদ্যাপতি ভাবিনী থির থাক ন মনে। রাজাহুঁ সিবসিংহ রূপনরাএন লখিমা দেই রমনে।। keyboard_arrow_right
  • নয়ন কাজর তুঅ অধর চোরাওল
    নয়ন কাজর তুঅ অধর চোরাওল নয়নে চোরাওল রাগে। বদন বসন অব লুকাওব কতিখন তিলাএক কৈতব লাগে।। মাধব কি আবে বোলঅব সতাহে। জাহি রমণী সঙ্গে রয়নি গমওলহ ততহি পলটি পুনু জাহে।। সগর গোকুল জিনি সে পুনমতি ধনি কি কহব তাহেরি ভাগে। পদযাবক রস জাহেরি হৃদয় অছ আও কি কহব অনুরাগে।। keyboard_arrow_right
  • নয়ন ছলাছলি লহু লহু হাস
    নয়ন ছলাছলি লহু লহু হাস। অঙ্গ হেরি হেরি গদ গদ ভাষ।। মদন মদালসে নাগর ভোর। শশিমুখী হাসি হাসি করু কোর।। রসবতী নাগরী রসিক বরকান। হেরইতে চুম্বই নাহ বয়ান।। দুহু পুন মাতল দুহু রসহান। বিদ্যাপতি করু সো রস গান।। keyboard_arrow_right
  • নয়ন তরল বহে প্রেমবারি
    নয়ন তরল বহে প্রেমবারি অথির কুলের বালা। ক্ষেণে ক্ষেণে উঠে বিরহ আগুন দ্বিগুণ হইল জ্বালা।। মলয় চন্দন মৃগমদ যত অঙ্গেতে আছিল মাখা। হৃদয় কাঁচুলি তিতিল সকল তাহা নাহি গেল রাখা।। প্রেমে ঢল ঢল যেমন বাউল বনের হরিণী তারা। ব্যাধবাণ খেয়ে ধাওল হইয়ে চারি দিকে নাহি সারা।। ক্ষীণ গোপীগণে চাহি চারি পানে বিরহ-বেদনা পাইয়া। কাষ্ঠ সব […] keyboard_arrow_right
  • নয়ন তরল বহে প্রেমবারি
    নয়ন তরল বহে প্রেমবারি অথির কুলের বালা। খেনে খেনে উঠে বিরহ আগুন দুগুন হইল জ্বালা।। মলয়-চন্দন মৃগমদ যত অঙ্গেতে আছিল মাখা। হৃদয়-কাঁচুলি তিতিল সকল তাহা নাহি গেল রাখা।। প্রেমে ঢল ঢল যেমন বাউল বনের হরিণী তারা। ব্যাধ-বাণ খায়্যা হইয়া ঘাউল চারিদিকে চাহি সারা।। ক্ষীণ গোপীগণে চাহে চারিপাশে বিরহ বেদনা পায়্যা। কাষ্ঠ-সম যেন চিত্রের পুতলি সারি […] keyboard_arrow_right
  • নয়ন নোর ঘর বাহর পীছর
    নয়ন নোর ঘর বাহর পীছর সবহু সখী দিঠি নোরে। পিছরি পিছরি খস তৈও সুমুখি ধস মিলন আস মন তোরে।। কি হোইতি হুনি কে জানে। হমর বচন মন ধরিঅ সুজন জন করিঅ ভবন পরখানে।। এত দিন জে ধনি তোহর নাম সুনি পুলকে নিবেদ পরানে।। খনে খনে সুবদনি তথিহু সিথিল জনি নোর ভাসঅ অনুমানে।। মনে মনে বুঝিকহু […] keyboard_arrow_right
  • নয়ন ভুলিল আমার চাহি শ্যামের পানে
    নয়ন ভুলিল আমার চাহি শ্যামের পানে। কুলশীল তেয়াগিব কি করে সরমে।। এ রূপ যৌবন আমি শ্যামেরে সঁপিব। চরণে নূপুর হৈয়া সদাই বাজিব।। শ্যামেরে কহিব আমি আপনার দুখ। তোমার বিচ্ছেদে মোর ফাটি যায় বুক।। মাণিকচান্দ ঠাকুর বলে মিনতি আমার। সব সখি মেলি চল কানু অভিসার।। keyboard_arrow_right
  • নয়ন-কাজল মুছিয়া ডারল
    নয়ন-কাজল মুছিয়া ডারল কাল আভরণ যত । সখী এক সঙ্গে কহে কিছু রঙ্গে কহিছে রাধার মত।। “শুন সুধামুখি, আমার বচন তেজহ দারুণ মান। যে দেখি তোমার অভিমান অতি পাছেতে তেজহ প্রাণ।। ধৈরজ ধরহ শুনহ সুন্দরি, এতেক কেন বা মান। সরম ভরম দূরে তেয়াগিয়া কোপিত কহত আন।। যদি আছ তুমি বিরস বদনে শুনহ সুন্দরী রাই। কেন […] keyboard_arrow_right
  • নয়ন-কাজল মুছিয়া ডারল
    নয়ন-কাজল মুছিয়া ডারল কাল আভরণ যত। সখী এক সঙ্গে কহে কিছু রঙ্গে কহিছে রাধার মত।। শুন সুধামুখি আমার বচন ত্যজহ দারুণ মান। যে দেখি তোমার অভিমান অতি পাছেতে তেজহ প্রাণ।। ধৈরজ করছ শুনহ সুন্দরি এতেক কেন বা মান। সরম ভরম দূরে তেয়াগিয়া কোপিত কহত আন।। যদি আঁছ তুমি বিরস বদনে শুনহ সুন্দরী রাই। কেন বা […] keyboard_arrow_right
  • নয়ন-পুতলী রাধা মোর
    নয়ন-পুতলী রাধা মোর। হিয়া মাঝে রাধিকা উজোর।। আগে মোর রাধিকা রঙ্গিণী। পিছে রাধা মন-বিমোহিনী।। ডাহিনেতে রহ রাধা মোর। বামে রাধা দেখি হোই ভোর।। খিতিতল দেখোঁ রাধাময়। গগনেতে রাধিক-উদয়।। এ যদুনন্দন মনে জাগে। কি না করে নব-অনুরাগে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ