নয়ন তরল বহে প্রেমবারি
অথির কুলের বালা।
ক্ষেণে ক্ষেণে উঠে বিরহ আগুন
দ্বিগুণ হইল জ্বালা।।
মলয় চন্দন মৃগমদ যত
অঙ্গেতে আছিল মাখা।
হৃদয় কাঁচুলি তিতিল সকল
তাহা নাহি গেল রাখা।।
প্রেমে ঢল ঢল যেমন বাউল
বনের হরিণী তারা।
ব্যাধবাণ খেয়ে ধাওল হইয়ে
চারি দিকে নাহি সারা।।
ক্ষীণ গোপীগণে চাহি চারি পানে
বিরহ-বেদনা পাইয়া।
কাষ্ঠ সব যেন চিত্রের পুতলি
সারি সারি দাঁড়াইয়া।।
কি শুনি কি শুনি বিষম বিপদ
হৃদয়ে হইয়ে ব্যথা।
আর কি জীবন সঙ্কট হইল
কি আর দেখহ হেথা।।
যাহার লাগিয়া এত পরমাদ
তাহার এমন রীত।
চল গিয়া জলে পশ কুতূহলে
মরিব এনহে চিত।।
কি আর পরাণ রাখিব আমরা
কি শুনি দারুণ বোল।
যার লাগি এত বিষম বিবাদ
নয়নে বহিছে লোর।।
এই অনুমান করে গোপীগণ
কহত ইহার বাণী।
নাগর বচন বিষের সমান
এবে সে ইহাই জানি।।
চণ্ডীদাস কহে শুনহ গোপিনি
এই মোর মনে লয়।
ভকতি আদরে সরস বচনে
বিনতি করহ পায়।।