• নয়ন-পুতলী রাধা মোর
    নয়ন-পুতলী রাধা মোর। হৃদি মাঝে রাধিকা উজোর।। মোর সরবস সুবদনী। অব কাহে হইল মানিনী।। আমারে তেজিল কি লাগিয়া। না দেখিয়া ফাটি যায় হিয়া।। যে মোরে তিলেক না দেখিলে। কত যুগ না দেখিলুঁ বোলে।। যে মোর হিয়ার মাঝে থাকি। সদা উঠে চমকি চমকি।। সে ধনী কি মোরে উপেখিল। সে কেমনে পরাণ ধরিল।। এত বিলপয়ে যব কান। […] keyboard_arrow_right
  • নয়নক ওত হোইত হো এত ভানে
    নয়নক ওত হোইত হো এত ভানে। বিরহ হোএত নহি রহত পরানে।। সে আবে দেসান্তর আঁতর ভেলা। মনমথ মদন রসাতল গেলা।। কওন দেস বসল রতল কওন নারী। সপনে ন দেখএ নিঠুর মুরারী।। অমৃত সিচলি সনি বোললহ্নি বানী। মন পতিআএল মধুর পতি জানী।। হম ছল টুটত ন জাএত নেহা। দিনে দিনে বুঝল কপট সিনেহ।। keyboard_arrow_right
  • নয়নক নীর চরনতল গেল
    নয়নক নীর চরনতল গেল। থলহুক কমল অম্ভোরুহ ভেল।। অধর অরুন নিমিসি নহি হোএ। কিসলয় সিসিরে ছাড়ি হলু ধোএ।। সসি মুখি নোরে ওল নহি হোএ । তুঅ অনুরাগে সিথিল সব কোএ।। keyboard_arrow_right
  • নয়নক নীর থির নাহি বান্ধই
    নয়নক নীর থির নাহি বান্ধই ঘন ঘন মেটসি তাই। সচকিত লোচনে জলদ নেহারসি চান্দসি হাত বাঢ়াই।। খেনে ঘর বাহির করসি নিরন্তর খেনে খেনে দশ দিশ হেরি। ময়ূর ময়ূরী সনে হাসি সম্ভাষসি কণ্ঠ হেরসি ফেরি ফেরি।। কেলিকদম্ব পুনহিঁ পুন হেরসি ঘন ঘন তেজসি শ্বাস। কালিন্দী নামে রোই উতরোলসি ভণ ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে
    নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে সেই হইল পিঠের পার। জ্বালিয়া তিন কোণের খড়,দিলুঁ ও সুখের মুখে তবে আমার দুখের নাহি পার।। রসের আবেশে অঙ্গ মোড়া দিয়া হাসিয়া কথাটি কয়। কত ভঙ্গিমায় ও ভুরু নাচায় তাতে কি পারণ রয়।। বাঁশীর ফুকে বুকের ভিতরে ফুটিয়া আগুন জ্বলে। মধুর বচনে হিয়ার হিলোলে পরাণ-পুতলী দোলে।। হিয়া জর জর পরাণ […] keyboard_arrow_right
  • নয়ানকোণের অলখ বাণে
    নয়ানকোণের অলখ বাণে হিয়ার মাঝে কাঁপ। মুখের ছান্দে মরম কান্দে অইসে মনে জাপ।। ভালের তিলক আলোক ভুবন মদন পালায় লাজে। ঘরের নিয়ড়ে রহিতে নারি আগুন লাগিল কাজে।। কি আর লোকের লাজে, আকুল পরাণি। কি করিতে কিবা করি কিছুই না জানি।।ধ্রু।। হাসির মিশালে বাঁশীর নিশাসে রসের ছান্দে কয়। রসের ইঙ্গিতে অশেষ ভঙ্গিতে কতেক প্রাণে সয়।। অঙ্গের […] keyboard_arrow_right
  • নয়ানভূষণ শ্যামদরশন
    নয়ানভূষণ শ্যামদরশন বদনভূষণ নাম। করের ভূষণ চরণ-সেবন শ্রবণভূষণ রাম।। উরক ভূষণ সো করপল্লব কুচ কলসের মাঝ। অন্তরভূষণ শ্যাম প্রেমমণি জিনি মনমথরাজ।। কণ্ঠের ভূষণ শ্যাম-কলঙ্ক-হার নাসাভূষণ অঙ্গগন্ধ। শ্যামপিরিতি ভূষণ প্রতি অঙ্গ থোর কহয়ে দাস গোবিন্দ keyboard_arrow_right
  • নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে
    নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে। মন হইয়াছে উন্‌মাদিনী উদাসিনী যার কারণে।। সখি রে, যে যার ডাকাতি করে সে কি তার দরদ জানে, দরদিয়ায় দরদ জানে।। সখি রে, জালে বন্ধি মীনের মত দহে প্রাণি অবরত ঠেকিয়াছি তার প্রেমফাদে।। সখি রে, বনপুড়া বনে হরিণী মনপুড়া আমি রমণী অভিলাষী কালার প্রেমে । সখি রে, ছাওয়াল শা […] keyboard_arrow_right
  • নয়ানে হের রে হেল যুগল মাধুরি হের রে
    নয়ানে হের রে হেল যুগল মাধুরি হের রে।। নর্ম্ম নির্ম্মল যামুনবনে বিলসতি ব্রজাঙ্গনা সনে।। মণিময় মণ্ডপে হেরি নবীন নারী সঙ্গতি করি।। উজর কৃষ্ণ রাধিকা তনু সুকাঞ্চনে গোরোচনা জনু।। নন্দরাজ নন্দন রমে বৃষভানু-নন্দিনী বামে।। প্রফুল্ল পুষ্পপঙ্কজ কিয়ে মত্তভৃঙ্গ মাধুরি পিয়ে।। ও পদপল্লব করি আশ কহতহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • নয়ানে নয়ানে থাকে রাতি দিনে
    নয়ানে নয়ানে থাকে রাতি দিনে দেখিতে দেখিতে ধান্দে। চিবুক ধরিয়া মুখানি তুলিয়া দেখিয়া দেখিয়া কান্দে।। সই কি ছার পরাণ ধরি। কি তার আরতি কি সে পিরিতি জীতে কি পাসরিতে পারি।। নিশ্বাস ছাড়িতে গুণে পরমাদে কাতর হইয়া পুছে। বালাই লইয়া মো মরোঁ বলিয়া আপনা দিয়া কত কি নিছে।। না জানি কি সুখে দাড়াঞা সমুখে যোড় হাতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ