(নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ। অনুগত জনেরে না দিহ এত দুখ।।) তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর। নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর।। প্রতি অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি। না জানি কি লাগি পরসন্ন নহে বিধি। অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল। কাঞ্চন সঞে কাচ মরকত-তূল।। এত অনুনয় করি আমি নিজ-জনা। দুরদিন হয় যদি চান্দে হরে কণা।। রূপে গুণে যৌবনে ভুবনে […]
keyboard_arrow_right