না করি শিরে দেও হাত।
অন্তর জরজর দ্বিগুণ উতাপই
শুনইতে কাহ্নুক বাত।।
পহিলে নয়ন মন দুহুক গমন ধনী
তেসর চিত পরাণ।
x x x x
পিরীতি পবন দারুণ অব জানলু
পরশিতে বিঘটল অঙ্গ।
ও তিন আখর মনে জনি রাখসি
স্বপনে করসি জনু সঙ্গ।।
বিরহ-বিঘানলে জ্বলত কলেবর
সঘনে লুঠই মহী-পঙ্ক।
তুহু রমণী-মণি তোহে চড়য়ে ধনি
কানু-বধ বিপুল কলঙ্ক।।
সব সখী মেলি কতহু আশোয়াসলি
বেদন কোই না জান।
গোবিন্দদাস কহ তুহারি পরাণ পণ
নহে কৈছে রহত পরাণ।।