না জানি ওরে গুণনিধি তুয়া বিনে আর নাহি জানি। ধু
(কানু) মাঠে থাকে ধেনু রাখে গলে দোলে মালা।
তুমি ত সুন্দর রাধে কানু কেনে কালা।
হাতে শঙ্খ কানে সোনা পরি মোহন শাড়ী। * * *
বলিও বন্ধুর আগে জীবন উপায় চান্দমুখ দরশনে নয়ান জুড়ায়।
সৈয়দ মর্তুজা কহে অকূল পাথার।
নদীয়া কিনারে থাকি বন্ধু না জানম সাঁতার।