• আজু মুই কুলের বাহির হৈলুম
    আজু মুই কুলের বাহির হৈলুম। মথুরাতে (আজু) মুই গোবিন্দ পাইলুম।। ধু *** প্রতীক্ষায় আছিল সই নিশি নৈরাশ। দুর্লভ সে রাধিকা ছাড়িল গৃহ বাস।। কথা হন্তে আইলা বন্ধু বৈস তরুতলে। প্রাণ হরিয়া নিল কালার বাঁশী স্বরে।। কথা হন্তে আইলা বন্ধু কর্ণে রাঙ্গা ফুল। মুখের মাধুরী দিয়া নিলা জাতি কুল।। সৈয়দ মর্তুজা কহে অপরূপ লীলা। শ্যামরূপ দরশনে […] keyboard_arrow_right
  • আলো সখি অন্ন নাহি খায় আন নাহি ভায়
    আলো সখি অন্ন নাহি খায় আন নাহি ভায়। আঁখির পলকে সখিরে নিশি না পোহায়।। ধু গগনে গর্জ্জ এ মোহ শিখরে ময়ূর। আমারে ছাড়িয়া সখিরে পিয়া মধুপুর।। কহিও বন্ধের আগে জীবন উপায়। চান্দ মুখ দরশনে নয়ান জুড়া এ ।। সৈয়দ মর্তুজা কহে অকূলী পাখায়। নন্দীয়া কিনারে থাকি না জান সঞ্চার।। keyboard_arrow_right
  • আলো সইরে চলিলুম হাটের কারণ
    আলো সইরে, চলিলুম হাটের কারণ। দধির পসার মাথে, লুটিল দৈবকী সুতে আর মাগে নয়ালি যৌবন।। ধু একি সইলো, কালাবিনে জীবন কিফল ? সইরে, সেই বরকানুর লাগি আমি মরি। দেখ কানু বারে বারে, বাটোয়ারী করে মোরে কুচ যুগে করম কর জূড়ি।। সইরে কলঙ্কিনী হৈল মোরে ঘাটে ? অলক্ষিতে আলিঙ্গিয়া, অধরে অধর দিয়া জাতি কুল কৈল কাম […] keyboard_arrow_right
  • ও কুলের বধূ মজালি মজালি মজালি রে জাতিকূল
    ও কুলের বধূ ! মজালি মজালি মজালি রে জাতিকূল। ধু একেত কুলের বধূ আর ত অবলা। কতেক সহিমু নাথ কলঙ্কের জ্বালা।। ঘরে গঞ্জে গুরুজন, বাহিরে রবির তাপ। পরের পিরীতি নাথ আন্দার ঘরের সাপ।। ঐকুলে বন্ধুর বাড়ী মাঝে ক্ষীরনদী। উড়ি যাইতাম সাধ করে, পাখা না দেয় বিধি।। সৈয়দ মর্তুজা কহে মনেত ভাবিয়া তন জ্বলে মন পোড়ে […] keyboard_arrow_right
  • ওগো সই কেবলে কালিয়া সোনা
    ওগো সই, কেবলে কালিয়া সোনা অন্তরে বাহিরে কালা কালা নহে রসি বিনোদিয়া। মোহর নসিবে লেখা নয়ানে নয়ানে দেখা নয়ান ভাবে জর জর হিয়া। সৈয়দ মর্তুজা কয় পর কি আপনা হয় মন বাঁধা পিরীতির লাগিয়া। keyboard_arrow_right
  • ওহে পরাণ বন্ধু তুমি
    ওহে পরাণ বন্ধু তুমি । কি আর বলিব আমি।। তুমিসে আমার আমিসে তোমার। তোমার তোমাকে দিতে, কি যাবে আমার।। কে জানে মনের কথা কাহারে কহিব। তোমার তোমারে দিয়া, তোমার হইয়া রব।। সৈয়দ মর্তুজা কহে আমি ত না জানি। ভবসিন্ধু হইতে পার যে কর আপনি।। keyboard_arrow_right
  • কালা মনোহর বন্ধু রস গুণনিধি
    কালা মনোহর বন্ধু রস গুণনিধি, এত রূপ গুণ দিয়া সৃজিয়াছে বিধি। ধু এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু কেহ নাহি সাথে, একেলা আসিছ বন্ধু প্রাণিলই হাতে। এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু বিজলির ছটা, ধীরে ধীরে বাড়াও পাও পিছল হৈছে ঘাটা। এ মেঘ আন্ধার রাত্রি বন্ধুভুজঙ্গম চরে, এত রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে। ঘরখানি ভাঙ্গা-চোড়া দুয়ার […] keyboard_arrow_right
  • কালারূপ কেনে উপজিল গোকুলে কুলেবা
    কালারূপ কেনে উপজিল গোকুলে কুলেবা ! ধু কালা আসন কালা বসন বর চিকণকালা। কালা কালা পুষ্পে গাথিয়া পৈর মালা।। সাত পাঁচ সখী মিলি যমুনাতে গিয়া। চিত্ত উড়া করে মোর ঐ বন্ধের লাগিয়া। সিন্দুরের বিন্দু বিন্দু কাজলের রেখা। নবীন মেঘের আড়ে চান্দে দিল দেখা।। সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। পর কি আপনা হয় পিরীতি লাগিয়া। keyboard_arrow_right
  • কি কহিব ওয়ি সখি কালা প্রাণনিধি
    কি কহিব ওয়ি সখি কালা প্রাণনিধি। অনেক পুণ্যের ফলে মিলাইয়াছে বিধি।। সাত পাঁচ সখি মিলি যমুনাতে আসি। কালা নিল জাতিকুল প্রাণিনিশ বাঁশী।। চূড়াএ কদম্ব পুষ্প পত্র সারি সারি। দেখেছি অবধি রূপ পাসরিতে নারি।। চৌদিকে নিকুঞ্জলতা মধ্যেরে যমুনা। তার মাঝে বসিয়াছে নন্দের নন্দনা।। সৈয়দ মর্তুজা কহে শুন প্রাণসখি। এমন বিনোদ রূপ কভু নাহি দেখি।। keyboard_arrow_right
  • কে কে যাইবা যমূনার জলে
    কে কে যাইবা যমূনার জলে কার সঙ্গে আমি যাইমু কানাইয়ার দরশন কোথায় গেলে পাইমু । বাপে দিল জনমখানি মায়ে দিল ক্ষীর সৈয়দ মর্তুজা কহে জনমের ফকির। keyboard_arrow_right
  • 1
  • 5
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ