কালা মনোহর বন্ধু রস গুণনিধি, এত রূপ গুণ দিয়া সৃজিয়াছে বিধি। ধু
এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু কেহ নাহি সাথে, একেলা আসিছ বন্ধু প্রাণিলই হাতে।
এ মেঘ আন্ধার রাত্রি বন্ধু বিজলির ছটা, ধীরে ধীরে বাড়াও পাও পিছল হৈছে ঘাটা।
এ মেঘ আন্ধার রাত্রি বন্ধুভুজঙ্গম চরে, এত রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে।
ঘরখানি ভাঙ্গা-চোড়া দুয়ার খানি নড়ে, কোন ছলে বাহির হৈমু দেখা দিতে তোরে।
এত রাত্রি আইলা বন্ধু শয্যা নাহি পাটি, যদি বন্ধুর দয়া থাকে শয়ন কর মাটি।
রাধারে অঞ্চলে বান্ধি লই যাও মোরে, পন্থেত রান্ধিয়া ভাত যোগাম তোমারে।
সৈয়দ মর্তুজা কহে মনেতে ভাবিয়া, মন পোড়ে তন ঝুরে ঐ কালার লাগিয়া।