আজু মুই কুলের বাহির হৈলুম। মথুরাতে (আজু) মুই গোবিন্দ পাইলুম।। ধু ***
প্রতীক্ষায় আছিল সই নিশি নৈরাশ। দুর্লভ সে রাধিকা ছাড়িল গৃহ বাস।।
কথা হন্তে আইলা বন্ধু বৈস তরুতলে। প্রাণ হরিয়া নিল কালার বাঁশী স্বরে।।
কথা হন্তে আইলা বন্ধু কর্ণে রাঙ্গা ফুল। মুখের মাধুরী দিয়া নিলা জাতি কুল।।
সৈয়দ মর্তুজা কহে অপরূপ লীলা। শ্যামরূপ দরশনে দ্রব হয় শীলা।।