আলো সইরে, চলিলুম হাটের কারণ।
দধির পসার মাথে, লুটিল দৈবকী সুতে আর মাগে নয়ালি যৌবন।। ধু
একি সইলো, কালাবিনে জীবন কিফল ? সইরে, সেই বরকানুর লাগি আমি মরি।
দেখ কানু বারে বারে, বাটোয়ারী করে মোরে কুচ যুগে করম কর জূড়ি।।
সইরে কলঙ্কিনী হৈল মোরে ঘাটে ?
অলক্ষিতে আলিঙ্গিয়া, অধরে অধর দিয়া জাতি কুল কৈল কাম পাটে।।
সইরে কি কর্ম করিলুম মুই নারী ?
যাচিয়া যৌবন খানি, বন্ধুরে দিলাম আমি লোক চর্চাতে আমি মরি।।
* * *সই না লো, মধুর মধুর বাণী
কাজল কোঠার মাঝে, বন্ধুরে রাখিয়াছি ডাকাইতে করে টানাটানি। * * *
সৈয়দ মর্তুজা গাজী, সইরে, রাবণে লৈল জাতিকুল।।