• না জানে পীরিতি যারা নাহি পায় তাপ
    না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই, পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচন-জ্বালা । কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।। keyboard_arrow_right
  • না জানে পীরিতি যারা নাহি পায় তাপ
    না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই,পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচনজ্বালা। কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি-বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।। keyboard_arrow_right
  • না জেনে করণ কারণ কথায় কি হবে
    না জেনে করণ কারণ কথায় কি হবে। কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেন রোপে।। গুড় বললে কি মুখ মিঠা হয় দীপ না জাললে আঁধার কি যায়, তেমনি জেনো হরি বলায় হরি কি পাবে।। রাজায় পৌরুষ করে জমির কর সে বাঁচে না রে, তেমনি সাঁইর একরারী কাজ রে পৌরুষে ছাড়বে।। গুরু ধর খোদকে চেনো সাঁইর […] keyboard_arrow_right
  • না দেখি রহিতে নারি ছটপট করে হিআ
    না দেখি রহিতে নারি ছটপট করে হিআ। মুই নারী পাগল কৈল না জানি কি দিআ।। ধু মনের আরতি মোর না পুরাএ পিআ। হামো ছাড়ি দূরে জাএ পিয়া নিঠুরিআ।। মুঞি ভাবম্‌ পিউ পিউ পিয়া বাসে ভিন। সহজে হইলু দাসী প্রেমের অধীন।। পিয়ার উদ্দেশে দিমু জীউ বলিহার। পিয়া বিনে মন্দিরেতে না রহিমু আর।। কহে আইনদ্দিনে সখি স্থির […] keyboard_arrow_right
  • না দেখি অবলা মন এ ভবে তরণী
    না দেখি অবলা মন এ ভবে তরণী। স্বামী- কৃপা-সিন্ধু সার ত্রিলোক ধরণী। ধু। মন-রত্ন দিলা তুমি তনের অন্তরে। স্থির নহে তোমার চরণ সেবিবারে।। না করে স্বামীর সেবা সতত চঞ্চল। জন্মিয়া মানব কুলে না ধরিল ফল।। মনান্তরে নির্মল করিম দয়াময়। গুরুপদে লীন হীন আলি রাজা গায়।। keyboard_arrow_right
  • না দেখিঞা নীলমণি আকুল হইল রাণী
    না দেখিঞা নীলমণি আকুল হইল রাণী ধরিতে না পারে নিজ তনু। দেখিঞা মাএর দুখ উভ করি চান্দ-মুখ সব শিশু বাজাইল বেণু।। গগন ভরিল বেণুরবে। শুনিঞা জানিল হরি সব সহচর মেলি বনে ধেনু লঞা যাত্যে হবে।। রাইর বিচ্ছেদে শ্যাম আকুল অবশ প্রাণ আসি যমুনার ধারে ধারে। উছোর দেখিঞা বেলা শ্রীঅঙ্গে মাখিঞা ধূলা কান্দিতে কান্দিতে আল্য ঘরে।। […] keyboard_arrow_right
  • না দেখিয়ে রথ আর না দেখিয়ে ধূল
    না দেখিয়ে রথ আর না দেখিয়ে ধূল। নিচয়ে জানিলুঁ মোহে বিধি প্রতিকূল।। কহি ভেল মুরছিত রাই ভূমিতলে। শ্বাস-রহিত দেখি সখি করু কোলে।। উচ-সরে কান্দি কহে ওহে রাই প্রাণ। শ্রবণে ঐছে কোই কহে ঘনশ্যাম।। কোই কোই করতহিঁ হৃদি শির ঘাত। কোই কোই কহ কিয়ে বজর নিপাত।। তৈখনে যৈছন বিরহ-সম্বাদ। রাধামোহন পহু রস-মরিযাদ।। keyboard_arrow_right
  • না বল না বল সখি না বল এমনে
    না বল না বল সখি না বল এমনে। পরাণ বাঁধিয়া আছি সে বঁধুর সনে।। ত্যজিলে কুল-শীল এ লোকলাজ। কি গুরুগৌরব গৃহের কাজ।। ত্যজিয়া সব লেহা পীরিতি কৈনু। যে হইবে বিরতি ভাবে ত্যজিয়া মৈনু।। যে চিতে দাঁড়ায়েছি সেই সে হয়। ক্ষেপিল বাণ যে রাখিল নয়।। ঠেকিল প্রেমফাঁদে সকলি নাশ। ভালে সে চণ্ডীদাস না করে আশ।। keyboard_arrow_right
  • না বল না বল সখি না বল এমনে
    না বল না বল সখি না বল এমনে। পরাণ বাঁধিয়া আছি সে বঁধুর সনে।। ত্যজিলে কুল-শীল এ লোকলাজ। কি গুরু-গৌরব গৃহের কাজ।। ত্যজিয়া সব লেহা পীরিতি কৈনু । যে হইবে বিরতি ভাবে ত্যজিয়া মৈনু।। যে চিতে দাঁড়ায়েছি সেই সে হয় । ক্ষেপিল বাণ যে রাখিল নয়।। ঠেকিল প্রেমফাঁদে সকলি নাশ। ভালে সে চণ্ডীদাস না করে […] keyboard_arrow_right
  • না বাও নবীন কাণ্ডারি
    না বাও নবীন কাণ্ডারি। ঝলকে উঠয়ে জল ভয়ে কাঁপ্যা মরি।। ত্বরায় তরণী লৈয়া তীরে আইল্যা শ্যাম। সফল করিলা বিধি পূরিল মনস্কাম।। নবনি মাখন ছেনা যে ছিল পসারে । সকল দিলেন শ্যাম নাগরের করে।। অঞ্জলি অঞ্জলি করি করিলা ভোজন। সভে মেলি চলিলেন আপন ভবন।। আইলা মন্দিরে রাই সখীগণ সঙ্গে। হরিষে বসিলা ধনী প্রেমের তরঙ্গে।। বংশীবদনে বোলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ