না বাও নবীন কাণ্ডারি।
ঝলকে উঠয়ে জল ভয়ে কাঁপ্যা মরি।।
ত্বরায় তরণী লৈয়া তীরে আইল্যা শ্যাম।
সফল করিলা বিধি পূরিল মনস্কাম।।
নবনি মাখন ছেনা যে ছিল পসারে ।
সকল দিলেন শ্যাম নাগরের করে।।
অঞ্জলি অঞ্জলি করি করিলা ভোজন।
সভে মেলি চলিলেন আপন ভবন।।
আইলা মন্দিরে রাই সখীগণ সঙ্গে।
হরিষে বসিলা ধনী প্রেমের তরঙ্গে।।
বংশীবদনে বোলে আহা মরি মরি।
ছলে বলে বন্ধুয়া মিলে রাধিকা সুন্দরি।।