ঘুচাও ঘুচাও আরে সখি ও সব জঞ্জাল । তোমার কানুরে মোর শতেক নমস্কার।। অমল কুলেতে কালি যেমত দিয়াছি গো তেমতি পাইলুঁ পুরস্কার।। গুরুজন তেয়াগিলুঁ লাজে তিলাঞ্জলি দিলুঁ তেজিলুঁ গৃহের সুখ সাধ। সখি দোষ দিব কারে এতেকে না পাইলুঁ তারে বিধাতা সাধিলে তাহে বাদ।। যত্ন করি রুপিলাম অন্তরে প্রেমের বীজ নিরবধি সিঁচি আঁখিজলে। কেমন বিধাতা সে […]
keyboard_arrow_right