ও রাম কানাই কালিন্দীর তীরে।
শ্বেত শ্যামল দুই ভাই
চান্দে মেঘে এক ঠাঞি
শিশুগণ তারা যেন ফিরে ।।ধ্রু।।
কেহো জনপানে ধায়
অঞ্জলি পূরিয়া খায়
কেহো দেখে নিজ অঙ্গছায়া।
যমুনা আনন্দমন
তরঙ্গ উঠায় ঘন
দেখি ব্রজবালকের মায়া।।
তুলিল কানাইর বানা
ঠাঞি ঠাঞি রাখালের থানা
সুবলের থানা সভার আগে।
মাঝে রাজা শ্যামধাম
তার বামে বলরাম
রাখাল বেড়িল লাখে লাখে।।
কেহো হাতী ঘোড়া হয়
রাখাল রাখালে বয়
কেহো নাচে কেহো গায় গীত।
কেহো বায় শিঙ্গা বেণু
বনে রাজা হৈল কানু
বলাই হৈলা তার মীত।।
কেহো বলে সাজ সাজ
বলিল রাখালরাজ
অসুর উপরে দেও হানা।
বংশীবদনে গায়
দধি দুগ্ধ কাঢ়ি খায়
কংসের যোগান দিতে মানা।।