আলো সই কি হইল মোর প্রেমজ্বালা।
মো মেনে আপনা খাইলুঁ
কেনে বা যমুনা গেলুঁ
শয়নে স্বপনে দেখোঁ কালা।।
সাত পাঁচ সখী সঙ্গে
নানা আভরণ অঙ্গে
সাধে গেলাম জল ভরিবারে।
তে-মাথা পথের ঘাট
সেখানে ভুলিলু বাট
কালো মেঘে ঝাঁপ্যাছিল মোরে।।
যমুনা যাইতে পথে
দোসারি কদম্ব আছে
তাতে চড়ে সে কোন দেবতা।
তার গলার মালা দিলে
আচম্বিতে মোর গলে
সেই হৈতে মরমে হৈল বেথা।।
সে কালা কালিয়া শ্যাম
কালিয়া তাহার নাম
কালিন্দী কদম্বতলে থানা।
বংশীবদনে কয়
যুবতী জীবার নয়
দেখিলে মরমে দেয় হানা।।