• নাহ নিঠুরচিত ভেল কাহার চিত
    নাহ নিঠুরচিত ভেল কাহার চিত তঁহি রহল আজু রাতি। প্রাণ গুণি গুণি খোয়ানু রজনী সহজে অবলা নারীজাতি।। চণ্ডীদাস ভণে মরম সমানে না মিলল আর কান। জীবন যৌবন বৃথা অকারণ কেমনে ধরিব প্রাণ।। keyboard_arrow_right
  • নাহ জাগাই চমকি ধনী বৈঠল
    নাহ জাগাই চমকি ধনী বৈঠল জানি রজনি অবশেষ। চন্দন অলক তিলক শিখিচন্দ্রক দেই বনাওল বেশ।। দুহুঁ দরশনে দুহুঁ ভোর। সিন্দূর কাজরে সাজি রাই মুখে চুম্বই নন্দকিশোর।। আদর সাধ রভস রস কৌতুকে দুহুঁ তনু যৌতুক দেল। যত যত বিপদ বিরহ-দুখ চিরদিন চপল সপন সম ভেল।। অরুণ উদয় হেরি নাগর নাগরি থরহরি কাঁপই দেহ। দীনবন্ধু ভণ তুরিতহিঁ […] keyboard_arrow_right
  • নাহ নিঠুরচিত ভেল কাহার চিত
    নাহ নিঠুরচিত ভেল কাহার চিত তঁহি রহল আজু রাতি। প্রাণ গুনি গুনি ধোয়ানু রজনী সহজে অবলা নারীজাতি।। চণ্ডীদাস ভণে মরম সমানে না মিলল আর কান। জীবন যৌবন বৃথা অকারণ কেমনে ধরিব প্রাণ।। keyboard_arrow_right
  • নাহি উঠল তিরে সবহুঁ সখীগণ
    নাহি উঠল তিরে সবহুঁ সখীগণ রসবতী নাগরী রাই। বসন নিচোড়ি মোছই সব তনু সখিগণ বেশ বনাই।। বিনদিনি-বেশ করত বর কান। চিকুর সোঙারি কবরি পুন বান্ধই অলক তিলক নিরমান।। সীথি বনাইয়া উর পর লেখই মৃদমদ-চিত্র নিশান। রতি-জয়-রেখ চরণযুগ লেখই আরকত বেশ বনান।। কতহুঁ যতন করি বেশ পরায়ল নূপুর দেয়ল রঙ্গে। গোবিন্দদাস কহ ও রূপ হেরইতে মুরছয়ে […] keyboard_arrow_right
  • নাহি উঠল তিরে সে ধনি রাই
    নাহি উঠল তিবে জসে ধনি রাই। মঝু মুখ সুন্দরি অবনত চাই।। এ সখি পেখল অপুরুব গোরি। বল করি চীত চোরায়ল মোরি।। একলি চললি ধনি হোই আগুআন। উমড়ি কহই সখি করহ পয়ান ।। কিএ ধনি রাগি বিরাগিনি হোয়। আস নিরাস দগধ তনু মোয়।। আস নিবাসদগধ তনু মোয়।। কৈসে মিলব হমে সে ধনি অবলা। চীত নয়ন মঝু […] keyboard_arrow_right
  • নাহি উঠল তিরে সে ধনি রাই
    নাহি উঠল তিরে সে ধনি রাই। মঝু মুখ সুন্দরি অবনত চাই।। এ সখি পেখল অপুরুব গোরি। বল করি চীত চোরায়ল মোরি।। একলি চললি ধনি হোই আগুআন। উমড়ি কহই সখি করহ পয়ান।। কিএ ধনি রাগি বিরাগিনি হোয়। আস নিরাস দগধ তনু মোয়।। কৈসে মিলব হমে সে ধনি অবলা। চীত নয়ন মঝু দুহু তাহে রহলা।। বিদ্যাপতি কহ […] keyboard_arrow_right
  • নাহি করব বর হর নিরমোহিয়া
    নাহি করব বর হর নিরমোহিয়া। বিত্তা ভরি তন বসন ন তিহ্নকা বঘছল কাঁখ তর রহিয়া।। বন বন ফিরথি মসান জগাবথি ঘর আঁগন ঊ বনৌলহ্নি কহিয়া। সাসু সসুর নহি ননদ জেঠৌনী জাএ বৈঠতি ধিয়া কেকরা ঠহিয়া।। বুঢ় বরদ ঢকঢোল গোল এক সস্পতি ভাঁগক ঝোরিয়া। ভনই বিদ্যাপতি সুনু হে মনাইন সিব সন দানি জগত কে কহিয়া।। keyboard_arrow_right
  • নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে
    নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহি আর। কৃপাময় গুণ-নিধি সব-মনোরথ-সিধি পূর্ণ পূর্ণ তম অবতার।। রাম-আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারু না মারিলা মন-শুদ্ধি করিলা সভার।। করি কবলিত যত জীব সব মূরছিত নাহি আর মহৌষধি তন্ত্র। তনু অতি ক্ষীণ প্রাণী দেখি মৃত সঞ্জীবনী প্রকাশিলা […] keyboard_arrow_right
  • নিঅ মন্দির সয়ঁ পগ দুই চারি
    নিঅ মন্দির সয়ঁ পগ দুই চারি। ঘন ঘন বরিস মহী ভর বারি।। পথ পীছর বড় গরুঅ নিতম্ব খসু কত বেরী নহীঁ অবলম্ব।। বিজুরি-ছটা দরসাবএ মেঘ। উঠএ চাহ জল ধারক থেঘ।। এক গুন তিমির লাখ গুন ভেল। উতরহু দখিন ভান দুর গেল।। এ হরি জানি করিঅ মোয়ঁ রোস। আজুক বিলম্ব দইব দিঅ দোস।। keyboard_arrow_right
  • নিকড়ে নাগরবর তুমি সে আমার
    নিকড়ে নাগরবর তুমি সে আমার। নিকাড়িয়া দাসী ভাল আমি সে তোমার।। নিকড়ে বাঁশের বাঁশী থাকে তোমার মুখে। নিকড়ে রাধার নাম ঘন ঘন ডাকে।। নিকড়িয়া মুখে তোমার নিকড়িয়া হাসি। কড়িয়া কাঁখের কুম্ভ জলে গেল ভাসি।। নিকড়ে গোবিন্দদাসের পদ নিকড়িয়া। যেবা গায় যেবা শুনে সেই নিকড়িয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ