নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহি আর। কৃপাময় গুণ-নিধি সব-মনোরথ-সিধি পূর্ণ পূর্ণ তম অবতার।। রাম-আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারু না মারিলা মন-শুদ্ধি করিলা সভার।। করি কবলিত যত জীব সব মূরছিত নাহি আর মহৌষধি তন্ত্র। তনু অতি ক্ষীণ প্রাণী দেখি মৃত সঞ্জীবনী প্রকাশিলা […]
keyboard_arrow_right