নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে
দয়ার ঠাকুর নাহি আর।
কৃপাময় গুণ-নিধি সব-মনোরথ-সিধি
পূর্ণ পূর্ণ তম অবতার।।
রাম-আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে
অসুরেরে করিলা সংহার।
এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারু না মারিলা
মন-শুদ্ধি করিলা সভার।।
করি কবলিত যত জীব সব মূরছিত
নাহি আর মহৌষধি তন্ত্র।
তনু অতি ক্ষীণ প্রাণী দেখি মৃত সঞ্জীবনী
প্রকাশিলা হরিনাম মন্ত্র।।
এ হেন করুণা তার পাষাণ হৃদয় যার
সে না হৈল মণির সোসর।
দেবকীনন্দন ভণে হেন প্রভু যে না মানে
সে ভাড়িয়া গড়িয়া শূকর।।