চৌদিকে ভকতগণ হরি হরি বলে। রঙ্গণ-মালতী-মালা দেই গোরা গলে।। কুঙ্কুম কস্তুরী আর সুগন্ধি চন্দন। গোরাচাঁদের অঙ্গে সব করয়ে লেপন।। রাঙ্গা-প্রান্ত পট্টবাস কোঁচার বলনি। ঝলমল করে কিয়ে অঙ্গের লাবণি।। চাঁচর চিকুরে চাঁপা মনোহর ঝুঁটা। উন্নত নাসিকা ঊর্দ্ধ্ব চন্দনের ফোঁটা।। আজানুলম্বিত ভুজ সরু পৈতা কান্ধে। মদন বেদন পাঞা ঝুরি ঝুরি কান্দে।। দেবকীনন্দন বলে সহচর সনে। দেখ সভে […]
keyboard_arrow_right