মরি মরি নদীয়ার মাঝারে ও না রূপ।
সোণার গৌরাঙ্গ নাচে অতি অপরূপ।।ধ্রু।।
অলকা তিলকা শোভে মুখের পরিপাটী।
রসে ডুবডুব করে রাঙ্গা আঁখি দুটি।।
অধরে ঈষৎ হাসি মধুর কথা কয়।
গ্রীবার ভঙ্গিমা দেখি পরাণ কোথা রয়।।
হিয়ার দোলনে দোলে রঙ্গণ-ফুলের মালা।
কত প্রেম-লীলা জানে কত রস-কলা।।
চন্দনে চর্চ্চিত অঙ্গ বিনোদিয়া কোঁচা।
চাঁচর চিকুরে শোভে গন্ধরাজ চাঁপা।।
দেবকীনন্দনে বলে শুন লো আজুলি।
তুমি কি না জান গোরা নাগর বনমালী।।