নিঠুর কালিয়া না গেল বলিয়া জানিলে যাইত সাথে। গুরুগরবিত বসতি আমার পরাণ লইয়া হাতে।। সই, কি আর বলিব তোরে। আপন অন্তর না কর বেকত তবে সে কহি যে তোরে।। মনের মরম জানিবে কে। সেই সে জানে মনের মরম এ রসে মজিল যে।। চোরের মা যেন পোয়ের লাগিয়া ফুকরি কাঁদিতে নারে। কুলবতী হৈয়া পীরিতি করিলে এমতি […]
keyboard_arrow_right