নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আন নাহি গতি।।
সংসার-সুখের মুখে তুল্যা দিয়া ছাই।
নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই।।
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাইবিমুখ জনার মুখ না দেখিব।।
গঙ্গা যার পদজল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে।।
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
আনল ভেজাই তার মাঝ মুখ খানে।।