নিঠুর কালিয়া না গেল বলিয়া
জানিলে যাইত সাথে।
গুরুগরবিত বসতি আমার
পরাণ লইয়া হাতে।।
সই, কি আর বলিব তোরে।
আপন অন্তর না কর বেকত
তবে সে কহি যে তোরে।।
মনের মরম জানিবে কে।
সেই সে জানে মনের মরম
এ রসে মজিল যে।।
চোরের মা যেন পোয়ের লাগিয়া
ফুকরি কাঁদিতে নারে।
কুলবতী হৈয়া পীরিতি করিলে
এমতি সঙ্কট তারে।।
কে আছে ব্যথিত যাবে পরতীত
এ দুখ কহি যে কারে।
হয় দুখভাগী পাই তার লাগি
তবে সে কহি যে তারে।।
পর কি জানয়ে পরের বেদন
সে রত আপন কাজে।
চণ্ডীদাসে বলে বনের ভিতরে
কভু কি রোদন সাজে।।