প্রেমের সাগর নয়নকমল
নাচন খঞ্জন তারা।
কিয়ে শুভক্ষণ সর্ব্ব সুলক্ষণ
ভেটলুঁ প্রাণপিয়ারা।।
গোরারূপ দেখিলুঁ মোহন বেশে।
যার অনুভব সেই সে জানয়ে
না পায় আনে উদ্দেশে।।ধ্রু।।
রূপের সদন ও চাঁদবদন
সরুয়া বসন রাঙ্গা।
রাঙ্গা করপদ জিনি কোকনদ
রহে অঙ্গ তিরিভাঙ্গা।।
ভাবের আবেশে ভাবিনী লালসে
অন্তরে বাহিরে গোরা।
এ নয়নানন্দ ভাবে অনুবন্ধ
সদত ভাবে বিভোরা।।