ফুলের কুণ্ডল ফুলের হার। ফুলে বান্ধিয়াছে কুন্তলভার।। ফুলে সাজিয়াছে মুরলিবর। ফুলের ধনুক ফুলের শর।। ফুলের ফুলেতে রচিত গেড়ু। সকল গোপিনী গোপাল খেড়ু।। হরিষ হইয়ে উনমত অলি। সঘন সম্মুখে গুঞ্জরে ভেলি।। কুসুম পরিয়া কবরী পরে। রঙ্গেতে গোপিকা কাড়াকাড়ি করে কুসুমে কুটীর নির্ম্মাণ করি। কুসুম সাজায়ে লুটয়ে পড়ি।। ফুল তুলি ফুলের করিছে বাণ। মদনে মাতিল গোবিন্দ গান।।
keyboard_arrow_right