• ফুলের কুণ্ডল ফুলের হার
    ফুলের কুণ্ডল ফুলের হার। ফুলে বান্ধিয়াছে কুন্তলভার।। ফুলে সাজিয়াছে মুরলিবর। ফুলের ধনুক ফুলের শর।। ফুলের ফুলেতে রচিত গেড়ু। সকল গোপিনী গোপাল খেড়ু।। হরিষ হইয়ে উনমত অলি। সঘন সম্মুখে গুঞ্জরে ভেলি।। কুসুম পরিয়া কবরী পরে। রঙ্গেতে গোপিকা কাড়াকাড়ি করে কুসুমে কুটীর নির্ম্মাণ করি। কুসুম সাজায়ে লুটয়ে পড়ি।। ফুল তুলি ফুলের করিছে বাণ। মদনে মাতিল গোবিন্দ গান।। keyboard_arrow_right
  • ফুলের মালা গলেরে চাম্পার মালা দোলে
    ফুলের মালা গলেরে চাম্পার মালা দোলে। রূপ যৌবনহরি নিল মালতীর মালে।।ধু সুক্ষেণে গাঁথিয়াছে মালা মাঝে মাঝে ফুল। ফুলের মালা গলে দিয়া নিল জাতিকুল।। শেফালি ফুলের মাঝে গন্ধরাজ ফুল। ফুলের মহিমা জানে নন্দের ঠাকুর।। হীনহাসিমেবোলে ফুলের মালা গলে দোলে। রূপ যৌবন হরি নিল মালতীর মালে।। keyboard_arrow_right
  • ফুলের শয্যা আমি কার লাগি সাজাইলাম গো
    ফুলের শয্যা আমি কার লাগি সাজাইলাম গো। ও সে আইল না।। হায় গো রইয়া রইয়া উঠছে প্রাণে বিরহের বেদনা গো।। যখন দিনমণি অস্ত গেল তাপিত রাধা আশায় রইল গো। আসবে বন্ধু কৃপাসিন্ধু ঘুচিবে যন্ত্রণা গো।। ফুলের শয্যা বাসি হইল কুকিলায় ও ধ্বনি কইল গো। নিশির অবসান হইল রাধার হইল যাতনা গো। সারা রাতি জ্বালাই বাতি […] keyboard_arrow_right
  • ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর
    ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর মুখ-বর-শারদ-চান্দ। কৃত-অবতংস প্রশংস সুমাধুরি শিখণ্ডি-শিখণ্ড-সুছান্দ।। ভজ মন পরমানন্দ। নিজ মন অভিমত গো গোপাবৃত অপরূপ নাম গোবিন্দ।।ধ্রু।। শ্রীবৎসাঙ্ক বক্ষ কৌস্তভ-ধর পীতাম্বর পহিরান। ত্রিভুবন-সুন্দর অদভূত-বেণু-কর মনোহর-সুললিত-গান।। গোপী-নয়নোৎপল-দল-পূজিত বৃন্দাবন-নব-কাম। ক্ষোভিত-মানস রাধামোহন পূরল অভিমত কাম।। keyboard_arrow_right
  • ফূজলি কবরি অবনত আনন
    ফূজলি কবরি অবনত আনন কুচ পরসএ পরচারি। কামে কমল লএ কনক সম্ভু জনি পূজল চামর ঢারি।। পিউ পিউ পলটি হেরি হল পেয়সি বয়না মদন সপথ তোহি রে।। সামরা লোম-লতা কালিন্দী হারা সুরসরি-ধারা। মজ্জন কএ মাধবে বর মাগল পুনু দরসন এক বেরা।। keyboard_arrow_right
  • ফূজলেও চিকুর রাহুক জোর
    ফূজলেও চিকুর রাহুক জোর। রোঅএ সুধাকর কামিনি কোর।। অরে কহ্নু অরে কহ্নু দেখহ আএ। বড়িঅ মগথ দেঅ বাদ ছড়াএ।। দুহু অঞ্জুলি ভরি দুহু পুজ সীব। কামদহন মোর রাখহ জীব।। জদি ন জাএব তোহে অপজস ভেল। সসধর কলা গগন চলি গেল।। ভনই বিদ্যাপতি হরি মন হাস। রাহু ছড়াএ চাঁদ দিঅ বাস।। keyboard_arrow_right
  • ফূটল কুসুম সকল বন অন্ত
    ফূটল কুসুম সকল বন অন্ত। মীলল অব সখি সময় বসন্ত।। কোকিল কুল কলরাব বিথার। পিয়া পরদেস হম সহই ন পার।। অব জদি জাই সম্বাদহ কান। আওব ঐসে হমর মন মান।। ইহ সুখ সময় সেহো মঝু নাহ। কা সয়ঁ বিলসব কে কহ তাহ।। তুহ জদি ইহ দুখ কহ তসু ঠাম। বিদ্যাপতি কহ পূরব কাম।। keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ