ফুলের শয্যা আমি কার লাগি সাজাইলাম গো। ও সে আইল না।।
হায় গো রইয়া রইয়া উঠছে প্রাণে বিরহের বেদনা গো।।
যখন দিনমণি অস্ত গেল তাপিত রাধা আশায় রইল গো।
আসবে বন্ধু কৃপাসিন্ধু ঘুচিবে যন্ত্রণা গো।।
ফুলের শয্যা বাসি হইল কুকিলায় ও ধ্বনি কইল গো।
নিশির অবসান হইল রাধার হইল যাতনা গো।
সারা রাতি জ্বালাই বাতি আসবে বলে আশা অতি গো।
হায় গো নয়ন জলে সদা তিতি বন্ধু ত আইল না গো।।
বাউল রিয়াছত কেঁদে বলে সুখের নিশি বিফলে গো।
আমি না মরিয়া গেলে কালা আর আসবে না গো।।