• আমার বন্ধু আমার বন্ধু আমারে ভুলিলে কেন শ্যাম রে
    আমার বন্ধু! আমার বন্ধু, আমারে ভুলিলে কেন শ্যাম রে।। ও আমার গর্বের বুক তুই খর্ব করে লুকালে কার ঘরে।। বাজাওনা আর হে উদাসী কেন তোমার প্রেমেরবাঁশী, নীতি বসি থাকি দুয়ারে। ওরে বাজলে বাঁশী নিয়ে কলসী দেখতে যাবো তোরে।। তুমি আস না আর নীতি নীতি ঐ কি রে তোর প্রেমে রীতি সদা তিতি যুগল নয়ন নীরে। […] keyboard_arrow_right
  • আমার মনের শোকে মরে যাই
    আমার মনের শোকে মরে যাই। এ জীবনে বন্ধের দেখা নাহি পাই।। ও সখি রে জীবন কাঁদিয়া গেল বন্ধের দেখা না হইল বিচ্ছেদ জ্বালায় জ্বলে এখন রাই। হৃদপটে দুঃখ ভরা আইল না রে মন চোরা, গেল প্রাণ করিয়া সারা আরত বন্ধরে দেখা নাই।। সখি রে যদি এমন মনে ছিল তে’ কেন পিরিতি কইল ছাড়িয়ে গেল উদাসী […] keyboard_arrow_right
  • আমি আপন দেশে যাই গো সখি
    আমি আপন দেশে যাই গো সখি, আপন দেশে যাই। বন্ধু আইলে কইও গো সই আমি ভবে নাই।। ওরে যার কারণে দুনয়ানে কাঁদিয়া ধারা বহাই।। বক্ষে নিয়ে দারুণ ব্যথা ভাবতে ভাবতে বন্ধের কথা যাবার কালে বন্ধু বলে যাই ! তুমি স্মরণ করি সব কথা কইও বার্তা বন্ধুর ঠাই।। এমন করে বলো কথা শুনে যেন পায় না […] keyboard_arrow_right
  • আয় আয় কানু ওরে গুণের ভাই
    আয় আয় কানু ওরে গুণের ভাই। আয় রে মোরা গোষ্ঠেতে যাই। ওরে সব রাখাল গোষ্ঠে গেল বিলম্বের আর সময় নাই।। পূব আকাশে উঠল ভানু চেয়ে দেখ ও ভাই কানু গোষ্ঠের সময় হয়েছে রে ভাই। শীঘ্র করি সর ননী খেয়ে চল প্রাণ কানাই।। তোমায় না হেরে ধবলী ডাকে কোথায় বনমালী তৃণ আদি মুখে লয় না ভাই […] keyboard_arrow_right
  • একবার দাড়াও তোমায় দেখি শ্যাম বন্ধুরে
    একবার দাড়াও তোমায় দেখি শ্যাম বন্ধুরে । একবার দাড়াও তোমায় দেখি।। আমি জনমের মত দেখিয়ে তোমায় জুড়াই পোড়া আঁখি।। যথা-তথা যাওরে বন্ধু আমি আশায় থাকি। তোমার চিত্র-পটো স্মৃতি-পটে একে আমি রাখি।। হৃদপিঞ্জরে স্থান দিয়াছি তুমি প্রাণ পাখী।। তুমি বন্ধু বিদেশে গেলে আমি কেঁদে কেঁদে ডাকি।। দূরদেশে গেলে বন্ধু একলা কেমনে থাকি। আমারে রাখিও শান্ত চিঠিপত্র […] keyboard_arrow_right
  • ঐ শোন বাঁশী কে বাজাইয়া যায়
    ঐ শোন বাঁশী কে বাজাইয়া যায়। প্রাণ সখি আস দেখি গিয়া বন্ধু যমুনায়।। সেত আমার বন্ধু নাকি যে আমার মনচোরা পাখী গো। যে আমারে দিল ফাঁকি আসলো নাকি শ্যামরায়। সে যে মোর বন্ধু আসিয়াছে রাধা রাধা বলে ডাকছে গো। আয় গো রাধে আমার কাছে কদম তলে আয় গো আয়।। যদি মোর বন্ধু না হইত ‘রাধা’ […] keyboard_arrow_right
  • ঐ শোন কালাচান্দের বাঁশী প্রাণ সখি গো
    ঐ শোন কালাচান্দের বাঁশী প্রাণ সখি গো। কালার বাঁশের বাঁশীর রবে মন প্রাণ উদাসী।। কালার বাঁশের বাঁশীর তানে গৃহ কর্ম না লয় মনে গো। যাই চল কালা যেখানে যারে মুই ভালবাসি।। ঐ শুনা যায় বাঁশীর ধ্বনি ডাকছে শোন রাধারাণী গো। বাঁশীর সুরে গুণমণি গলেতে দিল ফাঁসি।। বাঁশী বাজায় রইয়া রইয়া প্রাণ উঠে মোর চমকিয়া গো।। […] keyboard_arrow_right
  • ওমন হরি বলে ডাকলে না পরকালের
    ওমন হরি বলে ডাকলে না পরকালের উপায় আর দেখি না।। মন রে রঙ্গে ঢঙ্গে ভুলিয়ে রইলে পর কালের কি করিলে সেই ভাবনা একদিন ভাবলে না। অন্তরে নাই সাধন ভক্তি শেষ দিনের কি হবে গতি, মন রে তুমি তার প্রতি ফিরিয়া চাইলে না।। মন রে মত্ত হয়ে মায়ার জালে হরি নাম তুই ভুলে রইলে, সে বিনে […] keyboard_arrow_right
  • কত ভাবে ডাকি গো প্রভু শুনেও কি শোন না
    কত ভাবে ডাকি গো প্রভু শুনেও কি শোন না। দিবানিশি কাঁদি বসি দেখে ও কি দেখ না।। দয়া যারে কর তারে কর আমারে কাঁদায়ে মার। আমি আকুলে ডুবিয়া মরি কই করলেরে করুণা অকুলে ডুবিয়া মরি ডাকি এগো দয়াল হরি। দীন দুঃখীর দুঃখ তুমি বুঝে ও কি বুঝ না।। কত জনে করলে দয়া আমায় না দিলে […] keyboard_arrow_right
  • করে রাখি ফুলের বিছানায়
    করে রাখি ফুলের বিছানায়। আইল না মোর প্রাণবন্ধু যামিনী গোয়াইয়া যায়। সারা নিশি আশায় গেল প্রাণবন্ধু না আসিল গো। সুখের নিশি দুঃখে গেল রাও কাড়িয়াছে কুকিলায়।। সারা রাতি জ্বালাই বাতি আসবে বন্ধু আশা অতি রে কে করিবে আদর প্রীতি কাঁদে যদি রাধিকায়।। কার লাগি সাজাইলাম শয্যা প্রেম ফুলে মধুর খাঞ্চারে। এ কি বন্ধু দিলায় জ্বালা […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ