করে রাখি ফুলের বিছানায়।
আইল না মোর প্রাণবন্ধু যামিনী গোয়াইয়া যায়।
সারা নিশি আশায় গেল প্রাণবন্ধু না আসিল গো।
সুখের নিশি দুঃখে গেল রাও কাড়িয়াছে কুকিলায়।।
সারা রাতি জ্বালাই বাতি আসবে বন্ধু আশা অতি রে
কে করিবে আদর প্রীতি কাঁদে যদি রাধিকায়।।
কার লাগি সাজাইলাম শয্যা প্রেম ফুলে মধুর খাঞ্চারে।
এ কি বন্ধু দিলায় জ্বালা বিরহ যে জ্বালাইলায়।।
কুকিলা রে প্রাণের সখা ত্রিভঙ্গ নয়ন বাঁকা রে।
বন্ধুরে আনিয়া দেখা কাঁদিয়া রিয়াছত মারা যায়।