ওমন হরি বলে ডাকলে না পরকালের উপায় আর দেখি না।।
মন রে রঙ্গে ঢঙ্গে ভুলিয়ে রইলে পর কালের কি করিলে
সেই ভাবনা একদিন ভাবলে না।
অন্তরে নাই সাধন ভক্তি শেষ দিনের কি হবে গতি,
মন রে তুমি তার প্রতি ফিরিয়া চাইলে না।।
মন রে মত্ত হয়ে মায়ার জালে হরি নাম তুই ভুলে রইলে,
সে বিনে আর কে রে আপন।
আদরের স্ত্রী-পুত্র সেইদিন তোমার হবে শত্রু
ভাই বন্ধু ইষ্ট মিত্র সঙ্গেত যাবে না।।
মন রে করিয়া তুই আপন আপন হারালে যা ছিল আপন
ভবের হাটে আপনা তোর কোন জন।
কেবল ঈশ্বর বিশ্বপতি, দয়াময় দয়াল অতি ও তার দয়া হতে বঞ্চিত হইও না।।
মন রে নামের মালা গলে পরি দিন থাকিতে বল হরি
মহান নামের জঠর ধর না।
সর্বময়ে কৃপা করি লইবে রে সঙ্কট উদ্ধারি
রিয়াছত বলে হেলা করি দয়াময় নাম ভুলিও না।।