আমার বন্ধু! আমার বন্ধু, আমারে ভুলিলে কেন শ্যাম রে।।
ও আমার গর্বের বুক তুই খর্ব করে লুকালে কার ঘরে।।
বাজাওনা আর হে উদাসী কেন তোমার প্রেমেরবাঁশী, নীতি বসি থাকি দুয়ারে।
ওরে বাজলে বাঁশী নিয়ে কলসী দেখতে যাবো তোরে।।
তুমি আস না আর নীতি নীতি ঐ কি রে তোর প্রেমে রীতি
সদা তিতি যুগল নয়ন নীরে।
ওরে তুমি পরদেশী কুল বিনাশী করে দোষী মোরে।।
পাইয়া কুলের কুলবালা বানালে চপল চঞ্চলা এ অবলা জ্বালায় জ্বলে মরে।
ওরে পেয়ে কি দুখ হলে বিমুখ গেলে বুক শূন্য করে।।
দুই আছতে বহালে জল ঐ কি তোর প্রেমের প্রতিফল,
করে পাগল প্রাণটি নিলে হরে।
ও রিয়াছত বলে মরণ কালে চরণ তলে রাখিও মোরে।