আমি আপন দেশে যাই গো সখি, আপন দেশে যাই।
বন্ধু আইলে কইও গো সই আমি ভবে নাই।।
ওরে যার কারণে দুনয়ানে কাঁদিয়া ধারা বহাই।।
বক্ষে নিয়ে দারুণ ব্যথা ভাবতে ভাবতে বন্ধের কথা
যাবার কালে বন্ধু বলে যাই !
তুমি স্মরণ করি সব কথা কইও বার্তা বন্ধুর ঠাই।।
এমন করে বলো কথা শুনে যেন পায় না ব্যথা মৃত্যু বার্তা আমার কানাই।
পর জনমে হবে দেখা এ জনমের সাধ মিঠাই।।
দেখো বন্ধে দুখ পায় যদি আমার মৃত্যু সংবাদ
কইছ না সখী মুই অপরাধী আছি কিবা নাই।
বন্ধুর সুখে রিয়াছত সুখী দুঃখে বন্ধুর দুঃখ পাই।।