আমি যারে চাইরে নাথ সে এত নিষ্ঠুর । ধু
ধরিতে না পাইরে বন্ধু তোমার দীদার দেখা দিয়া পরাণী রাখ দুঃখিনী রাধার।
নব রঙ জল তনে কর ঝলমল, না দেখি পরাণে মরি হৈয়াছি পাগল।
ধীয়ানে না পাইরে বন্ধু তোমার দীদার জুগণীর মত আমি হৈমু ঘরের বার।
ডাকিতে না শুন বন্ধু না দেও উত্তর, তোমারে দেখিবার শোকে তনু ঝর ঝর।
শ্বশুরী ননদী জাল দেওরা হৈলা বৈরি, দেখা না পাইরে বন্ধু নিরবধি ঝুরি।
ছৈয়দ শাহানূরে কৈন একি পরমাদ, শ্বশুরী ননদী জালে কই সম্বাদ।