ও মনরে, তুমি দমের বাঁশী বাইয়ো। হইতায় যমুনা পার হরদমে আল্লাজীর নাম লইয়ো।। ও মনরে, উপরে গাছের জড় জমিনে ডাল-পাল। দম হইতে আদম পয়দা ফুল ফুটিয়াছে জড়।। ও মনরে, দমে আয়, পলকে যায় দমের নাই থিতি। দম হতে আদম পয়দা কি লয়ে বসতি।। ও মনরে, তিল পরিমাণ জা’গাখিনি আঠারো ছইজ্জা পড়ে। আল্লার দুস্ত মোহম্মদ নবীয়ে […]
keyboard_arrow_right