• আইস আইস আরে বন্ধু করি নিবেদন
    আইস আইস আরে বন্ধু করি নিবেদন। অবলা রাধারে বন্ধু দেও দরশন।। মিনতি করিয়া রাধে কহিলা চরণে। তোমার শোকে পরাণ ঝরে দহে কামবাণে।। জোড় মন্দির বাজাও বাঁশীরে দেখি তোমারে। রাধার মনের অনল নিয়া ধরিব তোমারে।। আমার ছাড়িয়া বন্ধু রৈলায় মধুপুর। না শুনি কানে বন্ধুর বচন মধুর।। তোমার উদ্দেশ বন্ধু পাইমু কোনকালে। রাধিকার মনের অনল নিরবধি জ্বলে।। […] keyboard_arrow_right
  • আমার বন্ধু রৈলায় কার বাসরে
    আমার বন্ধু রৈলায় কার বাসরে। তুমি গিয়া রৈলায় কার মন্দিরে।। কোনস্থানে গেলায় বন্ধু না পাইলু উদ্দেশ। বালক থৈয়ারে বন্ধু রৈলায় কোন দেশ।। কোনদেশে গেলায়রে বন্ধু নিদয় হৈয়া। অনাথ বালকে ডাকে পন্থ নিরখিয়া।। অধম বালকে দিলায় প্রেম বাসরে ফান্দ। কোনখানে গেলায় গিয়া আমার কালাচান্দ।। আমার দয়ার ঠাকুর কোথায় রৈলায় গিয়া। রাইতে দিনে ঝুরে পরাণী তোমার লাগিয়া।। […] keyboard_arrow_right
  • আমার বন্ধু হৈলায় নিষ্ঠুর
    আমার বন্ধু হৈলায় নিষ্ঠুর । নিষ্ঠুর হৈলায় পরাণের বন্ধু আমারে ত্যজিয়া।। নিরবধি ঝুরে আঙ্খী তুই বন্ধুর লাগিয়া। তুইহেন বন্ধুরে কালা পরকাশিছ ঘরে। পূরে তার মনের সাধরে বন্ধু সদায় মন্দিরে।। সে দেখিছে একদিনরে বন্ধু সে কি পাশরিব। কি কহিমু মনের দুখরে কালা কে বা নিবারিব ।। কহিতে মনের দুখরে জ্বলিয়া উঠে হিয়া। নিদয়া নিষ্ঠুর বন্ধু না […] keyboard_arrow_right
  • আমার ভাবে হৈলায় নিষ্ঠুর রে
    আমার ভাবে হৈলায় নিষ্ঠুর রে। আমার ভাবে হৈলায় নিষ্ঠুর।। তুমিত নিষ্ঠুর কালা রূপ তোমার ষোলকলা। গলে পৈরচ রতন মোহন মালারে।। গুণমন্ত নাম ধর রতন মোহন মালা পর। বাঁশীর সুরে রাধারে বন্ধে ঠার।। কলিজায় অনল ভৈরি, দিবানিশি ঝুরিয়া মরি। বন্ধের লাগি আমি হৈয়াছি পাগল।। সুগন্ধী চন্দন গায়, নিপুর বন্ধের পায়। মুই অভাগী রাখ পাঙ্গা পায়।। তোমার […] keyboard_arrow_right
  • আমি যারে চাইরে নাথ সে এত নিষ্ঠুর
    আমি যারে চাইরে নাথ সে এত নিষ্ঠুর । ধু ধরিতে না পাইরে বন্ধু তোমার দীদার দেখা দিয়া পরাণী রাখ দুঃখিনী রাধার। নব রঙ জল তনে কর ঝলমল, না দেখি পরাণে মরি হৈয়াছি পাগল। ধীয়ানে না পাইরে বন্ধু তোমার দীদার জুগণীর মত আমি হৈমু ঘরের বার। ডাকিতে না শুন বন্ধু না দেও উত্তর, তোমারে দেখিবার শোকে […] keyboard_arrow_right
  • এমন বসন্তকাল বন্ধু নাই যে পাইলু
    এমন বসন্তকাল বন্ধু নাই যে পাইলু। গাঁথিয়া পুষ্পের মালা পন্থে চাইয়া রইলু। ফুটিছে নানান ফুল ডালের উপর। ফুলের মালা গাঁথি আমি যাইমু কোন সহর।। সুগন্ধ পুষ্পেরে পাইয়া ভ্রমরা পাগল । বন্ধু বন্ধু করি রাধা হৈয়াছে বিফল।। কিকরিমু কোথা যাইমু দুখ আইল মনে। রাধার মনের কথা পরাণকালা জানে।। ছৈয়দ শাহানূরে বোলৈন রাধা মহামতী। ছাড়াইতে না ছাড়ন […] keyboard_arrow_right
  • ও মনরে তুমি দমের বাঁশী বাইয়ো
    ও মনরে, তুমি দমের বাঁশী বাইয়ো। হইতায় যমুনা পার হরদমে আল্লাজীর নাম লইয়ো।। ও মনরে, উপরে গাছের জড় জমিনে ডাল-পাল। দম হইতে আদম পয়দা ফুল ফুটিয়াছে জড়।। ও মনরে, দমে আয়, পলকে যায় দমের নাই থিতি। দম হতে আদম পয়দা কি লয়ে বসতি।। ও মনরে, তিল পরিমাণ জা’গাখিনি আঠারো ছইজ্জা পড়ে। আল্লার দুস্ত মোহম্মদ নবীয়ে […] keyboard_arrow_right
  • কত দুঃখ সইব শরীরে রে ও প্রাণ বন্ধু
    কত দুঃখ সইব শরীরে রে, ও প্রাণ বন্ধু ! কত দুঃখ সইব শরীরে।। ভূষিব মাঝে অনল দিলে বন্ধু ধীরে ধীরে জ্বলে। যদি লাকড়ির আগুন হৈত, জ্বলি পুড়ি নিভি যাইত।। বন পুড়ে সয়ালে দেখে, ও বন্ধু মন পুড়ে কেউ না দেখে। বন্ধু মনের অনল জ্বলে নিরবধি রে। মনের আগুন নিভাইলে নিভে না রে।। তুই বন্ধু ভাড়িলে […] keyboard_arrow_right
  • চল চলরে ননদী জাল আমরা যাই জলে
    চল চলরে ননদী জাল আমরা যাই জলে। কদম্বতলে বসিছে কানাই বাঁশীয়ে কি বোল বোলে।। জলে যায় রে রাধিকা সুন্দরী ললিতা যায় আগে। কদম্বতলে বসিয়া কানাই রাধারে ডাকে রাগে।। রাধাবলে ললিতে আমরা যাই জ্বলে । কদম্ব ডালে কোনজন কোকিলস্বরে বলে।। হদী (?) কুটিলা সঙ্গে আর সঙ্গীগণ। জল ভরি পারে থৈয়া সকল হৈলা ধন।। কলসী ভরিয়া থৈলা […] keyboard_arrow_right
  • তর শরীরে দয়া মায়া নাই রে বন্ধু
    তর শরীরে দয়া মায়া নাই রে বন্ধু, তর শরীরে দয়া মায়া নাই।। অতদিন আছিলা এ বন্ধু আমার ঘরে বইয়া। যাইতে কেনে প্রাণবন্ধু না গেলা এ বলিয়া।। পরবাসী আসিয়া তুমি রইলাএ মোর ঘরে। কলঙ্কী কলিয়া গেলাএ গকুল নগরে।। শুনরে প্রাণের বন্ধু অবলাএ ডাকি তরে।। তর লাগি গকুলের লোকে ঘোষণা কৈরে মরে।। শাশুড়ী ননদীর জ্বালায় তারা হইল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ