চল চলরে ননদী জাল আমরা যাই জলে।
কদম্বতলে বসিছে কানাই বাঁশীয়ে কি বোল বোলে।।
জলে যায় রে রাধিকা সুন্দরী ললিতা যায় আগে।
কদম্বতলে বসিয়া কানাই রাধারে ডাকে রাগে।।
রাধাবলে ললিতে আমরা যাই জ্বলে । কদম্ব ডালে কোনজন কোকিলস্বরে বলে।।
হদী (?) কুটিলা সঙ্গে আর সঙ্গীগণ। জল ভরি পারে থৈয়া সকল হৈলা ধন।।
কলসী ভরিয়া থৈলা অঞ্চল ঘাটের পারে।
আচম্বিতে কানাই আসি ধরিলা রাধার চিরে।।
ছাড়ি দেওরে কালাচান্দ দেখিলা কুটিলা।
বাড়ীতে গেলে কৈয়া দিব মারিব জটিলা।।
রাধিকা উঠিয়া বোলে সঙ্গে বৈরী মোর।
ছাড়ি দেওরে নিলাজ কালা চলি যাই ঘর।।
কুখেনে জলেরে আইনু পন্থ বহুত দূর।
জল সম্‌বাদ রাধার বুলৈন ছৈয়দ্ শাহনূর।।