আমার ভাবে হৈলায় নিষ্ঠুর রে। আমার ভাবে হৈলায় নিষ্ঠুর।।
তুমিত নিষ্ঠুর কালা রূপ তোমার ষোলকলা। গলে পৈরচ রতন মোহন মালারে।।
গুণমন্ত নাম ধর রতন মোহন মালা পর। বাঁশীর সুরে রাধারে বন্ধে ঠার।।
কলিজায় অনল ভৈরি, দিবানিশি ঝুরিয়া মরি। বন্ধের লাগি আমি হৈয়াছি পাগল।।
সুগন্ধী চন্দন গায়, নিপুর বন্ধের পায়। মুই অভাগী রাখ পাঙ্গা পায়।।
তোমার শোকে তনুরে বন্ধু হৈল ঝরঝর। দিবানিশি রাখ বন্ধু কলিজার ভিতর।।
কহে ফাফর শাহানূরে তরাও বন্ধু ছফরাতে মোরে।
তরাণ কর আল্লানূরের মা বাপরে।।