আমার বন্ধু হৈলায় নিষ্ঠুর । নিষ্ঠুর হৈলায় পরাণের বন্ধু আমারে ত্যজিয়া।।
নিরবধি ঝুরে আঙ্খী তুই বন্ধুর লাগিয়া।
তুইহেন বন্ধুরে কালা পরকাশিছ ঘরে। পূরে তার মনের সাধরে বন্ধু সদায় মন্দিরে।।
সে দেখিছে একদিনরে বন্ধু সে কি পাশরিব।
কি কহিমু মনের দুখরে কালা কে বা নিবারিব ।।
কহিতে মনের দুখরে জ্বলিয়া উঠে হিয়া। নিদয়া নিষ্ঠুর বন্ধু না চায় ফিরিয়া।
কোন খানে আইলায় বন্ধু নাই পাই। হিয়ার আগুনে জ্বলিরে বন্ধু তনু হৈল ছাই।।
নিরলে বসিয়া রইছে নাই তার বাসনা।
অবলার মিনতি দেখিরে বন্ধু লাগেনা বেদনা।।
বন্ধুবন্ধু ডাকিরে বন্ধু বন্ধু বড় ধন। বন্ধুর লাগি ঝুরিয়া মরিরে না লাগে বেদন।।
ছৈয়দ শাহনূর বুলৈন কালা মুই সে অভাগিনী।
ননদীয়ে বোলেরে রাধা শ্যামের পিয়ারিনী।।