আইস আইস আরে বন্ধু করি নিবেদন। অবলা রাধারে বন্ধু দেও দরশন।।
মিনতি করিয়া রাধে কহিলা চরণে। তোমার শোকে পরাণ ঝরে দহে কামবাণে।।
জোড় মন্দির বাজাও বাঁশীরে দেখি তোমারে।
রাধার মনের অনল নিয়া ধরিব তোমারে।।
আমার ছাড়িয়া বন্ধু রৈলায় মধুপুর। না শুনি কানে বন্ধুর বচন মধুর।।
তোমার উদ্দেশ বন্ধু পাইমু কোনকালে। রাধিকার মনের অনল নিরবধি জ্বলে।।
অবলা বেভুলা নারী অল্প বুদ্ধি লৈয়া। চাইতে পরাণের বন্ধু যায়রে পলাইয়া।।
ছৈয়দ শাহনুরে বলে হিয়া ধরাইতে না পারি।
একলা মন্দিরে রাধা সদায় বসি ঝুরি।।