তর শরীরে দয়া মায়া নাই রে বন্ধু, তর শরীরে দয়া মায়া নাই।।
অতদিন আছিলা এ বন্ধু আমার ঘরে বইয়া।
যাইতে কেনে প্রাণবন্ধু না গেলা এ বলিয়া।।
পরবাসী আসিয়া তুমি রইলাএ মোর ঘরে।
কলঙ্কী কলিয়া গেলাএ গকুল নগরে।।
শুনরে প্রাণের বন্ধু অবলাএ ডাকি তরে।।
তর লাগি গকুলের লোকে ঘোষণা কৈরে মরে।।
শাশুড়ী ননদীর জ্বালায় তারা হইল বৈরী। শাশুড়ীর সেবায় সুস্বামীত হারি।।
সৈয়দ শাহনূরে বলে, সৈয়দ নবুর বেটা।
কানাইরে ছাড়িয়া যাইতে খাইল প্রেমের ঝাঁটা।।