একবার দাড়াও তোমায় দেখি শ্যাম বন্ধুরে । একবার দাড়াও তোমায় দেখি।।
আমি জনমের মত দেখিয়ে তোমায় জুড়াই পোড়া আঁখি।।
যথা-তথা যাওরে বন্ধু আমি আশায় থাকি।
তোমার চিত্র-পটো স্মৃতি-পটে একে আমি রাখি।।
হৃদপিঞ্জরে স্থান দিয়াছি তুমি প্রাণ পাখী।।
তুমি বন্ধু বিদেশে গেলে আমি কেঁদে কেঁদে ডাকি।।
দূরদেশে গেলে বন্ধু একলা কেমনে থাকি। আমারে রাখিও শান্ত চিঠিপত্র লিখি।।
আমার নয়ানের সাধ মিটিলে আর কি কভু ডাকি।
রিয়াছত বলে সাধ পোরাইও না দিও ফাঁকি।।