আয় আয় কানু ওরে গুণের ভাই। আয় রে মোরা গোষ্ঠেতে যাই।
ওরে সব রাখাল গোষ্ঠে গেল বিলম্বের আর সময় নাই।।
পূব আকাশে উঠল ভানু চেয়ে দেখ ও ভাই কানু
গোষ্ঠের সময় হয়েছে রে ভাই।
শীঘ্র করি সর ননী খেয়ে চল প্রাণ কানাই।।
তোমায় না হেরে ধবলী ডাকে কোথায় বনমালী তৃণ আদি মুখে লয় না ভাই ।
ও সঙ্গে শ্রীদাম সুদাম সব রাখাল পাছেতে দাদা বলাই।।
রিয়াছত বলে বনমালী বাজাইয়া চলরলী মনানন্দে গেয়ে সবে যাই।
ওরে আর তোমারে গোষ্ঠে নিয়া ব্রজের রাখাল সাজাই ।।