আমার মনের শোকে মরে যাই। এ জীবনে বন্ধের দেখা নাহি পাই।।
ও সখি রে জীবন কাঁদিয়া গেল বন্ধের দেখা না হইল
বিচ্ছেদ জ্বালায় জ্বলে এখন রাই।
হৃদপটে দুঃখ ভরা আইল না রে মন চোরা,
গেল প্রাণ করিয়া সারা আরত বন্ধরে দেখা নাই।।
সখি রে যদি এমন মনে ছিল তে’ কেন পিরিতি কইল
ছাড়িয়ে গেল উদাসী বানাই।
ঐ কি ছিল বন্ধের মনে আমারে মারিতে প্রাণে
হৃদয় বেন্ধে পাষাণে কই রইলো গো প্রাণ কানাই।।
সখি রে প্রেম করিয়া প্রাণে মইলাম গকুলে কলঙ্কি হইলাম
সবে বলে কলঙ্কিনী রাই।
লোকনিন্দা পরিহারে আছি আমি আশা করে,
আইল না দুখিনীর ঘরে বন্ধের মনে দয়া নাই।
সখি রে যখন আমার মরণ আসে থাকিও তোরা আমার পাশে
কর্ণে দিও কৃষ্ণ নাম শুনাই।
যদি বন্ধু নাহি আসে সে যে আমায় ভালবাসে
রিয়াছত বলে যার আশে কাঁদিয়া জীবন কাটাই।।