ঐ শোন কালাচান্দের বাঁশী প্রাণ সখি গো।
কালার বাঁশের বাঁশীর রবে মন প্রাণ উদাসী।।
কালার বাঁশের বাঁশীর তানে গৃহ কর্ম না লয় মনে গো।
যাই চল কালা যেখানে যারে মুই ভালবাসি।।
ঐ শুনা যায় বাঁশীর ধ্বনি ডাকছে শোন রাধারাণী গো।
বাঁশীর সুরে গুণমণি গলেতে দিল ফাঁসি।।
বাঁশী বাজায় রইয়া রইয়া প্রাণ উঠে মোর চমকিয়া গো।।
কালারে ভালবাসিয়া গকুলেতে দোষী গো।।
বাউল রিয়াছত কেঁদে বলে বুক ভেসে যায় নয়ন জলে গো।
কেন ব্যথা দিল দিলে আমি নু তার দাসী।।