ফটিক অঙ্গের জনু রজত-সুন্দর তনু রসে ঢল ঢল বলরাম। বিগত-কলঙ্ক চাঁদ কোটি গুঞ্চা মুখছাঁদ মৃগমদ-তিলক অনুপাম।। চাঁচর চিকুরে চূড়া বনফুল-মালা বেড়া টলমল শিখিদল তায়। পরিমলে উনমত শিখিদল শত শত মধু পিবি মধুরিম গায়।। পরিসর ভাল স্থল বিলোল অলকামাল মুখচন্দ্র অতি অপরূপ। হেরিতে চকিত চিত চমকিত অতি ভীত কত শত মনমথ ভূপ।। উন্নত বঙ্কিম চারু কন্দর্প-কামান […]
keyboard_arrow_right