ফাল্গুন মাসের ২৪শে তে তারিখ মঙ্গলবার
হাল বইতে গিয়াছিলাম খাট্যামারার চর
কোন থাক্যা য্যান যুক্তি কর‍্যা ঠাস্যা ধরলো দারুণ জ্বর
ইচ্ছা হয় হাল ছাড়ি তাড়াতাড়ি যাই বাড়ী
চাকাতে আট বাঁধে না রে ওরে রথ হয়েছে লড়বড়ে ।।
যখন এ-রথ নূতন ছিল চাকা ঘুরাতি
এখন লড়বড়ে হয়্যাছে রে ভাই রথের সারথী
রথের দ্বার করে খাড়া ছেড়ে গেছে মিস্ত্রী
মিস্ত্রীকে নাগাল পেতাম যদি চাকা নিতাম সারি
আমরা চলতাম বাহার দিয়া রে লাগায়ে দুই মোমবাতি।।
আগরাত খাগরাত সেই রথেরই পত্তন
মেটে তক্তায় চানকা কাটা কি মজারই মিলন
ওরে মুর্শিদে কয় পাগল কানাই ঘুরিয়া আসো ত্রিভুবন
বলাই যাবে রথ ছেড়ে গোপাল নিবে চুরি করে
বাতিটা নিবে গেল রে, পথে হবে তোর বিসর্জন।।